কবিতা: অনাসক্ত
অনাসক্ত
তুমি বললে,
আমি রূপে আসক্ত
অন্য একজন বলল,
আমি নাকি সত্যে আসক্ত
তোমার এক বাচাল পড়শি বলল,
আমি নাকি সত্য ও মিথ্যার মাঝামাঝি
কোন এক কলঙ্কিত পাড়ার প্রতি আসক্ত
কাল রাতে যার মুখোমুখি শুয়ে
পরস্পরের শরীরে ভোজ খাচ্ছিলে
সে বলেছিল,
আমি শয়তানিতে আসক্ত।
আজ ভোরে কিশোরীর স্তনের মতো
বৈশাখী আঘ্রানে
নিজের উঠোনে গোয়ালঘর থেকে বাইরে তাকিয়ে থাকা
গাভীটার বিঘ্নহীন চোখের দিকে তাকিয়ে
বড় গ্লানি এল,
ছিঃ ছিঃ, আমি এতটাই অনাসক্ত!