সময়
শেখ আব্বাস উদ্দিন
যত্নের করিডোর পেরিয়ে কর্কশ মাটিতে পা রাখলে
পৃথিবী নামের মর্মার্থ উন্মোচিত হয়।
পৃথিবী যে কঠিন ধাম, কঠোর অথবা সুন্দরতর
কারো প্রিয় মোহনীয় মায়াময়
কারো কাছে অসহনীয়,
কারও সঙ্গ দিয়ে চলে না সে …!
একথা তখনই বুঝি
যখন প্রয়োজন আমাদেরকে ছুটিয়ে দেয়
অশ্বমেধের ঘোড়ার মতো;
মাথার উপর থেকে মুছে যায় দিগন্ত রেখা,
নির্মেঘ আকাশ থেকে ঝরে পড়ে আগুন!
আমরা ছুটে চলি লক্ষের দিকে,
সাফল্য না কি ব্যর্থতা, লিখবে যে তার নাম সময়।
খুব ভালো লাগলো