১. অপেক্ষায়
এই সেই রাস্তা
যেখানে হারিয়ে গেছে সবটুকু রং
হাঁটতে হাঁটতে চলে গেছে
গ্রাম ছেড়ে বহুদূর।
আর ফেরেনি —
স্মৃতি গুলো ছবি হয়ে ঘাস হয়ে
ফুটেছে দুই ধারে।
চেয়ে আছে অশ্বথ গাছটিও।
যদি আসে, আবার কখনো
জীর্ণ লতারা ফিরে পায়
ফুল ফোটার স্বাদ —
আমার মতোই চেয়ে আছে সব
নীরব হয়ে পথের দিকে
তাঁর অপেক্ষায়।।
২. বেড়ে ওঠা
বীজ থেকে অঙ্কুর হয়ে বেড়ে ওঠে
দুই পা —-
সুখ দুঃখের উষ্ণতা ছুঁয়ে
বড়ো হয়—।
শাখা প্রশাখা শিকড় —
আলিঙ্গন করে যৌবন বার্ধক্য
গাছের ফুলের মতোই —
একটু একটু করে বেড়ে ওঠে
সুপ্ত কচি ধড় —-।