ভালো থেকো
আসমত আলী
ভালো থেকো….
ভালো থেকো হারানো স্বপ্ন তুমি আমার,
ফিরে এসো প্রতি ক্ষণে ওগো আরবার।
জানি তুমি আজ নতুন আকাশে তারা,
তোমার হৃদয় রঙিন আলোয় ভরা।
কালের সাথে ভুলেছো তুমি পুরনো কে,
পারিনি ভুলতে কভু আমি যে তোমাকে।
ভুলতে পারিনি তব স্বপ্নে ঘেরা দিন
স্বপ্ন দিয়ে বেঁধেছ আমাকে, হয়েছে ঋণ ।
কি করে ভুলি বলো…..?
যার চোখে আমার স্বপ্নকে প্রথম দেখা ।
ভালো লাগা পথ বেয়ে একটু ভালবাসা,
সময়ের হাত ধরে একটু কাছে আসা ।
লেকের ধারে বসে গোধূলি বেলার
বিদায়ী রবিকে সাক্ষি মনে রাখা, আর..
অজানার মাঝে মন হারিয়ে চমকে ওঠা।
সে দিনের চীনে বাদাম খোলা গুলো,
জানো ? আজও দেখে মুচকে হাসে।
হাতে-হাত রেখে নীল আকাশে দেখা,
সেই স্বপ্নরা আজও চোখে যায় ভেসে ।
তোমার মনে পড়ে ?
বকম বকম ডাকা কপত- কপতিকে,
যার মাঝে খুঁজে পেতাম আমরা নিজেকে।
তুমি সব ভুলেছো আজ, পড়লে মনে-
স্মৃতি স্মরণে তুমিও জানি পাবে লাজ।
আমিও চাই তুমি সে কথা ভুলে যাও,
তোমার নতুন সাগরে বেয়ে নাও।
মধুর সব স্মৃতি হোক শুধু আমার,
পুষবো তাকে যতন করে থাক না হৃদয় ভার।
ভুলবোনা তোমার ও নীল দু-নয়ন,
আচঁল পাতা সুখের সেই আলাপন।
আমি হারাতে চাই না সুখ-স্বপ্ন মালাকে,
ফেরাবোনা তাদের কখনো তোমার ডাকে।
চাই আমি সব ভুলে তুমি ডুবে যাও-
তোমার নতুন জগতের সুখ সাগরে ।
চাই বাঁচতে আরো- আরও সহস্র কাল,
ভুবন মাঝে পুরোনো স্মৃতি গায়ে মেখে।
ওগো হারানো স্বপ্ন তুমি তোলো পাল
ভালো থেকো, ভালো থেকো চিরকাল।।
সুন্দর শেষের দুই লাইন
অনেক অনেক শুভেচ্ছা প্রিয় কবি