১. অশনি সংকেত
ফাঁকা ঘর একাকী মন নিঃসঙ্গ দিন
অপেক্ষার জাল বোনা সময়ের হাতছানি
শরীর জুড়ে কিছু হতাশার ছবি আঁকা
রঙিন খামে সাজিয়ে রাখা কিছু স্বপ্ন।
এলোমেলো দিন মেঘলা বিকেল
মন জুড়ে কালো মেঘের অশনি সংকেত
হৃদয়ে খেলে যায় রক্তের ঢেউ
এক পশলা বৃষ্টি ঝরে পড়ে নীরবে নিঃশব্দে।
২. অপেক্ষায় দিন গোনা
ইচ্ছের ফ্রেমে নিজেকে গুটিয়ে রেখেছ যত্নে
আরো খানিকটা পথ চলা কি বাকি ছিল?
নিরুত্তরের ভিড়ে হারিয়ে যায় অব্যক্ত কথারা
লাফালাফি বন্ধ হলেও, আগ্রহ এখনো প্রকট
কিছু অভ্যাস মিশে যায় নীরবতার চোরাবালিতে
তোমার সহজ গায়ে মেখে, অপেক্ষায় দিন গোনা
দিনলিপি হাতড়ে খুঁজে বেড়াই কিছু ভেজা যন্ত্রণা।
৩. আইসবার্গ
ভালোবাসা জাগ্রত হলে
হৃদয়ে ফাটল ধরে
গভীর রাতে চাঁদের আলোয়
নিজের অবক্ষয় দেখেছি।
প্রতিটি ভোর যেন বিষাক্ত
বাঁশির সুরে জাগ্রত
শরীর বেয়ে ঠান্ডা হিমেল হাওয়া
বয়ে যায় নিভৃতে
আইসবার্গে জমে থাকা বরফ
গলে যায় শরীরী দহনে।