কবিতা: এক এবং বহু
দীপঙ্কর রায়
যেদিন নিঃসঙ্গ হব নিবিড় সুদূরে
পলাশবনের গন্ধমাখা অনল আবিরে
বাতাসে এলোমেলো রঙিন উত্তরীয়
সেদিন সময়, একবার তুমিও হারিয়ো,
নাভিতল থেকে ওঠে আসা আদিম খোঁজ
ইচ্ছার ইচ্ছায় প্রস্ফুটিত সুপ্ত সরোজ
আমি নেই তুমি নেই উদ্বেলিত পারাবার
আদিম ক্ষণ বিস্মিত তবু একাকার,
সেদিন আমার মত নিঃসঙ্গ ছিলে তুমি
পাতা চাই গাছ চাই,চাই স্নিগ্ধ বনভূমি
তুমি কি বলেছিলে নিজেই নিজেকে
নিস্তরঙ্গ আমি তবু ভরাবো তোমাকে,
অশান্ত ঝর্ণার ভেঙে পড়ার আকুতি
চাই বেগ চাই ভাসমান অফুরান গতি
এতকিছু ইচ্ছাময় শরীর অবয়ব নিল
ত্রিগুণাতীত সার্থক হয়ে স্বগুণে বসল।
সেই একের খেয়ালি ইচ্ছা বহু হওয়ার
তাই কি আজ দেখা হল তোমার আমার।