কবিতা: পিতৃস্নেহ
পিতৃস্নেহ
তুমি ছিলে আমার কাছে এক জীবনদেবতা
আমার ফ্রেন্ড, ফিলোজফার এবং গাইড।
তুমি ছিলে সহজ-সরল অথচ ব্যাক্তিত্বময়।
তোমার মনের ভিতরটা ছিল শিশুর মতো
ওপরে থাকতো একটা শক্ত আবরণ।
তুমি ছিলে সরল সাদাসিধে
তোমার পরনে থাকতো সাদা শার্ট আর সাদা ধুতি
এটাই ছিল তোমার পোশাক।
সন্তান স্নেহ ছিল তোমার অসাধারণ
নিজের অজান্তেই আমার চোখের পাতা ভিজে যায়
সেই মুহূর্ত গুলো এখন স্মৃতি
আমার কাছে তোমার পিতৃস্নেহ।