মুজতবা আল মামুন
সোনারপুর। কলকাতা
কিছু কষ্টের ডালপালা আঁকাবাঁকা
কিছু কষ্ট নরম মাখন যেন বা
কষ্ট কখনও মাখন নরম নয়
ভয় তাতেই, আচমকা ডেবে যায় পা
আঁকাবাঁকা সে তো কম নয় জ্বালাপোড়া
ব্যতিব্যস্ত, প্রতি পদক্ষেপে নাজেহাল…
যদি পারো, সপাটে ঝাঁটাও কষ্টগুলো
নয়তো শিখে ফেলো তালে দিতে তাল
সবাই পারে না তা, পারা উচিত নয়
তাহলে উপায়! খুব ভালো, জয় করা
সেটা যদি পারো, কোনঠাসা কষ্টেরা
দেখবে দুয়ারে, সুখ-মুখ হরকরা