খুকু ভূঞ্যা
পশ্চিম মেদিনীপুর
ঘুমের ভেতর চমকে উঠে দেখি, পৃথিবী জ্বলছে
শিশুদের কাঁধে ঋণের বোঝা, হাতে কালো পতাকা
স্বপ্নে সাজিয়ে রাখা আলপথ ধুঁকছে
পাশের বাড়ির অকাল পক্ক বধূটি যেন
দ্রৌপদীর মত দুহাত বাড়িয়ে বস্ত্র নয় বেঁচে থাকা প্রার্থনায় নীরব হাহাকার
দুচোখে শ্মশান,যে কোনো সময়ে উঠোনে ভীড়
এসে পড়বে কীর্তনীয়া
কাকে বলব মেঘ দাও
উড়ে যাওয়া বকের ডানায় বেঁধে দাও কাশফুল সকাল
বুঝি ভবিষ্যৎ বলে কিছু থাকবে না
ফুলের মত শুকিয়ে গেছে কলমের নিব
মাথার ভেতর জট পাকানো কান্না দলা
নয়নে সাহারা
তোমাকে ভেজাতে চেয়েছিলাম ক্রন্দসী
নিজেকে গড়তে গড়তে বিসর্জন হয়ে গেছে আভূমি ঈশ্বর
তবুও বিনয় তো করা যায়,হে দগ্ধ দুপুর
আমাকে আশ্বস্ত করো
মৃত্যুর ভেতর শুয়ে আছে সম্ভাবনা