প্রিয়াঙ্কা পিহু কর্মকার
প্রাপ্তি নিশ্চিত জেনে ছুটেছে আকাঙ্ক্ষা,
ছুটছে – ছুটছে কেবলই ছুটছে
নিদারুণ বসন্ত – রয়েছে ক্ষুধার্ত যৌবন,
দিগন্তে শোনা যায় শোনো চরিত্রের হাহাকার
ছুটছে ছুটছে ছুটছে — আকাঙ্ক্ষা র তীব্র উল্লাস
ভাসছে – ভাসছে – ভাসছে শাশ্বত ইচ্ছে,
তবু রাতের রজনীগন্ধা – ছড়িয়ে আছে
বাস্তবের বিছানায়,
রঙিন রমণীর সাদা – কালোর কল্পনা সৃষ্টি গর্ভে
নির্বিশেষে,
প্রাপ্তি শুধুই — অশ্লীলতা – উষ্ণতা – ধূলিসাৎ।