সুশান্ত সেন
একটা জীবন দৌড়াতে দৌড়াতে সারাদিন
শাড়ির আচল তুলে ভেংচি কাটলো
তার ঘেমো মুখটা দেখছিলাম বলে।
এই আবহাওয়ায় ঘাম স্বাভাবিক তাই
কথা না বলে চুপ করে থাকলাম।
তখন সারাটা দিন মানে সকাল থেকে প্রায় রাত্রি পর্যন্ত
জীবন ধারণ
ঘাম
শাড়ির আচল
ইত্যাদি নিয়ে মনের ভেতর একটা
তোলপাড়
একটা তোলপাড়
উঁকি দিচ্ছে।