গোপাল বাইন
এই যে জামার ধুলো ঝেড়ে তাকাচ্ছি
পরিচিত কাউকে দেখলে সবিনয়ে
বলছি, আসুন আসুন চা খাই।
ফকির, বৈষ্ণব -বৈষ্ণবী বা পাগল
হাত পাতলে দু-এক টাকা উদার দিচ্ছি
আমাকে দেখলে বুঝতেই পারবেন না
আমার ভিতরে ভীষণ রাগ আছে
ক্রোধে গরগর করছি।সত্যি বলছি
ভিতরে ভিতরে রাগ পুষতে পুষতে
ফেটে পড়লে দাউ দাউ জ্বলে উঠব
জেনেও, আমি কাউকে পোড়াতে পারছি না
ভীতু রাগ নিয়ে ভেড়ার দলে মিশে গেছি।