পম্পা ঘোষ
ভালোবাসা অন্ধকারে গেছে ভরে
মৃত্যুর মতো তার বেদনার ভাষা,
ভালোবাসার বুকে লেগে থাকে যে আশা হতাশা –
তার কাছে ঘুরে ফিরে আসে আকাঙ্ক্ষা
মেরে ফেলতে চেয়েছে হৃদয়ের সব সাধ।
সারাদিন বুকে ক্ষুধা নিয়ে চিতায় জ্বালাচ্ছে অবিরত,
একি তব ভালোবাসা?
আরম্ভ সে করেছিল স্নেহের পরশে
সমাপ্তি তার শরীরের গভীরে।
কোনদিন দেখিনি চেনেনি আমাকে
তোমার দু চোখ আলোয় ভরেনি পৃথিবীতে
যেদিন বুঝবে তুমি হঠাৎ ঘুমের ঘোরে
চমকের মতো মনে হবে।
তখন অনেক রাত ঘুমন্ত তখন তুমি, পথ গেছে সরে
সকল স্বস্তির আগে প্রেম তুমি, তোমার আসন।