শর্মিষ্ঠা মিত্র সেনগুপ্ত
বর্ষা বিকেল নামছে কেমন
ধোঁয়াওঠা চায়ের কাপে,
হঠাৎ করেই বৃষ্টি নেমে
মনকেমনের পারদ মাপে।
ঠিক যেমনটি খুঁজছি তোমায়
কলেজ স্ট্রিটের বইয়ের স্টলে,
নস্টালজিক ঝড়ে তখন
ডুবছি আমি, অতল তলে।
আর জন্মে হই যেন সেই
অচিনপুরের দস্যি মেয়ে,
সাত সমুদ্দুর পেরিয়ে যাবই
বুকের ভেতর আগুন নিয়ে।
দিচ্ছি আমি মনকে ফাঁকি,
স্বপ্ন জমছে চোখের পাতায়,
আর জন্মে তোমার হবোই
দিন কাটছে এই আশায়।
অসংখ্য ধন্যবাদ জানাই 🙏💐
চমৎকার লাগলো 👌