আপডেট করা হয়েছে :
বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, ২:২০ অপরাহ্ন
শেয়ার
কৌশিক বন্দ্যোপাধ্যায় বৈদ্যবাটি। হুগলি।।
কোনদিন গভীর সঙ্কেতে যাইনি কোথাও নীলাচল টানে অথচ চৈতন্য বারবার নিজেকে বিলিয়ে দিয়েছেন ভক্তের উদারতায় কখনো তিনি অন্ন নিয়েছেন পরম আহ্লাদে বুদ্ধের কাছে সুজাতার পরমান্ন দানের ছবি ঘিরে যতখানি মায়া ততখানি জীবনের রঙে দেখে নেয়া সংযমের লাবন্য; ক্ষয়িষ্ণু তটের কিনারায় বালির ভাস্কর্যের প্রাণ আর কতটুকু! তাই বলে স্রোতকে রেয়াত করেছে কে কবে? শিল্পের ভুবনে বাস করা রক্তের কণিকায় যতখানি প্রতিভা লুকিয়ে থাকে আজীবন কোন-না-কোন ভোরে সেই তো সঙ্কেতে যায় নীলাচল টানে ওই সে চৈতন্যের পাদটীকায়…