কবিতা: ক্ষুদ্র পরিসর ।। শম্পা সামন্ত
ক্ষুদ্র পরিসর ।। শম্পা সামন্ত
চাতাল বলতে একটাই
সকাল থেকে গুমোট গরম আর পাখার হাওয়া মিশে একটাই
হাঁস ফাঁস।
তাক খুলে রেখে বাড়তি অংশে ডাইনিং টেবিল।
রাত্রে সেন্টার টেবিল।
তাহাতেই মুক্তডিভান।
খোলা উঠোন, আমাদের লুটোপুটি।
পাতা শয্যার শীৎকার।
মেঝেতে শিশুদের আদর বিছানো।
পাপগুলি দিন শেষে ক্ষয় হলে
ফিরে আসি ধ্বস্ত বিছানায়।
পরদিন দিন শুরুর অছিলায়।
হে ভারত জীবন এত ছোট কেনে?
কেন এ ক্ষুদ্র পরিসর!!