কবিতা: দুঃখ সাথী।। অভীক মুখার্জী
রাস্তায় বেরোতেই হঠাৎ
দুঃখের সঙ্গে দেখা,
মুচকি হেসে জিজ্ঞেস করে
“কেমন আছো?”
“সুখ কেমন আছে?”
চমকে উঠি প্রশ্ন শুনে
সত্যিই তো
সুখকে শুধাই নি কখনো
“কেমন আছো?”
তড়িঘড়ি বাড়ি ফিরি,
দরজা হাট খোলা,
বুক ধক করে ওঠে
শূন্য ঘরে সুখের দেখা নেই কোথাও,
ছুটে বেরোই উদভ্রান্তের মত
দরজা আগলে দুঃখ দাঁড়ায়,
“চিন্তার কি ? আমি তো আছি!”
চেনা দুঃখ সঙ্গে নিয়ে
সুখের পথ চেয়ে থাকি।।