কবিতা: অনিকেত
অনিকেত
ফিরে আসে পাতাঝরা দিন
একরাশ পর্ণমোচী বিপণ্নতায় অনিকেত শব্দনদী
ছায়া রেখে হেঁটে যায় শীত
ঝরা পাতায় বসন্তের পায়ের ছাপ
ছায়াবৃত্তে জলের স্বর!
পরিত্যক্ত বেলাভূমিতে শব্দেরা অনিকেত ওড়ে
উড়ে যাওয়া পাখিদের ডানায়
স্বর্ণাভ রঙ মেশে পড়ন্ত বেলায়।।