অকৃতকার্য- ব্যর্থতার হাত থেকে
আত্মরক্ষার তাগিদে
ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে,
আত্মহননের সিদ্ধান্তে পৌঁছাই,
খরস্রোতা পাহাড়ি নদীটার
এক্কেবারে কিনারে।
ঝাঁপ দেবার আগে
ক্ষণেক ফিরে তাকাই পিছু পানে।
পাহাড়ের ক্ষুদ্র ফাটল থেকে,
ক্ষণস্থায়ী ক্ষণের, ক্ষণস্থায়ী গাছটি
মুখ বাড়িয়ে, অফুরান প্রাণশক্তিতে
মাথা উঁচু করে, আমার প্রতি
নিক্ষেপ করে বিদ্রুপ।
বোঝাতে চায়, তার জায়গায় দাঁড়িয়ে,
অকৃতকার্য ও ব্যর্থতাকে,
চাবুকাঘাত করতে হয়েছে সক্ষম।
ক্ষনেকের ধৈর্যহারাকে,
ঘাড় থেকে আছড়ে ফেলে,
ক্ষণেকের আশাকে ভাষাতে সাজাতে,
পুনরায় ফিরলাম,
জীবন রহস্যের রণভূমিতে।
পেলাম, জীবনপথে চলার পাথেয়
” ক্ষণের গুণ” নামক,
এক অমোঘ মহামন্ত্র।