কবিতা: ঝিনুকজল
কবি: দীপঙ্কর রায়
ঝিনুকজল
আকাশ ভেঙে বৃষ্টি নামে
আগল ভেঙে ঝড়
ঘরের কোণে প্রদীপ রেখে
তুমি উঠোন বরাবর,
ভেতরটা আজ দুমড়ে গেছে
মুখে হাওয়ার ঝাপটা
কেন তবু কেন বল
আগলে রেখেছি সবটা,
মেঘ খুঁড়ে ঝড় নেমেছে
পাঁজর ভেঙে কাম
যে দেশেতে ঘর বেঁধেছি
ঝিনুকজল নাম,
ঘর পেতেছি সোহাগ চড়ে
ঘরের ভীতে ক্ষেম
বৃষ্টি যতই ভাসিয়ে দিক
জীবন বাঁচায় প্রেম।
Darun 👌👌👌