কবিতা: রাষ্ট্রচিত্র
রাষ্ট্রচিত্র
রাষ্ট্র তোমার তৈরি মানচিত্রে,
দাঁড়িয়ে আমি বিপ্লব করছি৷
আমার মনচিত্রে তুমি,
সীমানা তৈরি করতে পারো না৷
আমার জমির আল তুলে,
তুমি একদেশ তৈরি করতে পারো না৷
মাঠে বীজ বোনার সৈনিক আমি৷
ফসলের মালিক তুমি হতে পারো না৷
নদী ,পাহাড় ,পর্বত ,আকাশ সব জায়গায়,
তুমি সীমানা টেনেছো!
নাগরিকের অধিকারের উপর সীমানা টানতে পারো না৷
একটি পাখি তোমার তৈরি করা সীমানাকে
দিনরাত তোয়াক্কা না করে উড়ে চলেছে৷
রাষ্ট্র তুমি এমন উন্নত দেশ তৈরি করলে
যেখানে উন্নত মানুষ ক্রীতদাস৷ আর ক্রীতদাস৷
এই সীমানা আমাকে অনুপ্রবেশকারী বলছে৷
রাষ্ট্র তোমাকে চ্যালেঞ্জ ছুড়লাম
মানুষ ছাড়া গড়ে দেখাও রাষ্ট্র৷
দেখবে রাষ্ট্রচিত্রে মানুষ ছাড়া জন্মনিচ্ছে,
শুধু আগাছা , আর আগাছা ৷
জীবন সুন্দর হোক ।রাষ্ট্র সেখানে দায়িত্বশীল অভিভক হয়ে উঠুক। না হলেই তো আমাদের প্রতিবাদ, গর্জন। অপুর্ব।