কবিতা: রাষ্ট্রচিত্র।। ওয়াহেদ মির্জা।। কসবা পটাশপুর।। পূ: মেদিনীপুর - শৃণ্বন্তু কবিতা: রাষ্ট্রচিত্র।। ওয়াহেদ মির্জা।। কসবা পটাশপুর।। পূ: মেদিনীপুর - শৃণ্বন্তু
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৫:২০ পূর্বাহ্ন

কবিতা: রাষ্ট্রচিত্র।। ওয়াহেদ মির্জা।। কসবা পটাশপুর।। পূ: মেদিনীপুর

আপডেট করা হয়েছে : মঙ্গলবার, ২১ মে, ২০২৪, ১২:০৮ পূর্বাহ্ন

কবিতা: রাষ্ট্রচিত্র

কবি: ওয়াহেদ মির্জা

রাষ্ট্রচিত্র

রাষ্ট্র তোমার তৈরি মানচিত্রে,
দাঁড়িয়ে আমি বিপ্লব করছি৷
আমার মনচিত্রে তুমি,
সীমানা তৈরি করতে পারো না৷
আমার জমির আল তুলে,
তুমি একদেশ তৈরি করতে পারো না৷
মাঠে বীজ বোনার সৈনিক আমি৷
ফসলের মালিক তুমি হতে পারো না৷
নদী ,পাহাড় ,পর্বত ,আকাশ সব জায়গায়,
তুমি সীমানা টেনেছো!
নাগরিকের অধিকারের উপর সীমানা টানতে পারো না৷
একটি পাখি তোমার তৈরি করা সীমানাকে
দিনরাত তোয়াক্কা না করে উড়ে চলেছে৷
রাষ্ট্র তুমি এমন উন্নত দেশ তৈরি করলে
যেখানে উন্নত মানুষ ক্রীতদাস৷ আর ক্রীতদাস৷
এই সীমানা আমাকে অনুপ্রবেশকারী বলছে৷
 রাষ্ট্র তোমাকে চ‍্যালেঞ্জ ছুড়লাম
 মানুষ ছাড়া গড়ে দেখাও রাষ্ট্র৷
 দেখবে রাষ্ট্রচিত্রে মানুষ ছাড়া  জন্মনিচ্ছে,
 শুধু আগাছা , আর আগাছা ৷


আপনার মতামত লিখুন :

One response to “কবিতা: রাষ্ট্রচিত্র।। ওয়াহেদ মির্জা।। কসবা পটাশপুর।। পূ: মেদিনীপুর”

  1. নামহীন says:

    জীবন সুন্দর হোক ।রাষ্ট্র সেখানে দায়িত্বশীল অভিভক হয়ে উঠুক। না হলেই তো আমাদের প্রতিবাদ, গর্জন। অপুর্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগ থেকে আরোও
Theme Created By FlintDeOrient.Com
error: Content is protected !!
error: Content is protected !!