কবিতা: আমার চেয়ে কে আর অধিক খুশি?
কবি: শুভাশিস সাহু
আমার চেয়ে কে আর অধিক খুশি?
সন্ধ্যা নেমেছে আমার
দরজায়, খুনসুটি কার?
বাতাসকে আমার মনে হল
তোমার প্রেমের হাতের ছোঁয়া।
হে
সমুদ্র ;
হে নারী,
আমাকে কি আজও ডাকো?
আমি আজও
এই প্রেমের
অরণ্যে ভেসে থাকি;
পেয়েছি প্রেমের
পুরানো চিঠি,
সেই থেকে আমি তোমার প্রেমে ভেসে আছি।
বলো, আমার চেয়ে
কে আর
অধিক খুশি?