কবিতা: একটা কিছু হোক
কবি: পঙ্কজ মান্না
এবার একটা কিছু হোক…
বুকের জমিন ভিজুক দু-হাত উথলে উঠুক শোক
একটা মুখোশ ডিগবাজি খায়,ঠকায় বন্ধু-লোক;
ওই যে ক্ষমা তথাগত, চোখ বুজে রয় সোম
আমার অস্থি যজ্ঞ-সমিধ আমার প্রেমের ওম
নীচের মাটি উপর উঠুক ,ফুটুক বুনোফুল
অনাদরেই পেট ভরে যায় ,বিঁধুক না হয় হুল
এবার একটা কিছু হোক…
বজ্র নামুক বিনা মেঘেই দুঃখ নিপাত যাক
তোমার আমার মধ্যিখানে গঙ্গা আঁকা থাক
অচিন আলোয় পথ এঁকেছে একটা পাগল কবি
নিম্নগামী জলের মতো সত্য হবে সব-ই
এক পৃথিবী জীবন লেখে একটা প্রেমিক লোক
বুকের জমিন ভিজুক দু-হাত উথলে উঠুক শোক
এমন একটি চাহিদা বুকের মাঝে লেখা
কবির ভাষায় বলি একটা কিছু সত্যিই হোক!
হচ্ছে হবে আরও কতদিন বয়ে যাবে!
পাবো কি আর সময়। চাপা আগুন বুকের মাঝে এবার তাদের বিস্ফার হোক!