কবিতা: যাযাবরী যাপন।। সুমিতা চৌধুরী।। লিলুয়া।। হাওড়া - শৃণ্বন্তু কবিতা: যাযাবরী যাপন।। সুমিতা চৌধুরী।। লিলুয়া।। হাওড়া - শৃণ্বন্তু
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০:৫৬ অপরাহ্ন

কবিতা: যাযাবরী যাপন।। সুমিতা চৌধুরী।। লিলুয়া।। হাওড়া

আপডেট করা হয়েছে : বুধবার, ২২ মে, ২০২৪, ৮:১৮ অপরাহ্ন

কবিতা: যাযাবরী যাপন

কবি: সুমিতা চৌধুরী 

যাযাবরী যাপন
জীবন পথের হদিশ কেই বা জানে,
অনন্ত পথ; থামা নয়,শুধু চলা,
যাযাবর সম যাপন,
তবু, মনকে আপন লক্ষ্যের কথা বলা।
আজ এখানে, কাল ওখানে, 
সময়ের রথে চড়ে অনন্ত যাত্রায় ভ্রমণ। 
বাসার তাগিদে ঘুরি এ ঘর, ও ঘর,
লক্ষ্যকে ছুঁতে কেবলই করি পরিব্রাজন। 
 প্রতি স্থানে কিছু ফেলে আসা, 
 আবার কিছু নতুন চয়ন।
জীবন জুড়ে যাযাবরী যাত্রায়, 
করি সবাই মাধুরীকেই আপন।।


আপনার মতামত লিখুন :

One response to “কবিতা: যাযাবরী যাপন।। সুমিতা চৌধুরী।। লিলুয়া।। হাওড়া”

  1. নামহীন says:

    আহা জীবন!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগ থেকে আরোও
Theme Created By FlintDeOrient.Com
error: Content is protected !!
error: Content is protected !!