কবিতা: যাযাবরী যাপন
যাযাবরী যাপন
জীবন পথের হদিশ কেই বা জানে,
অনন্ত পথ; থামা নয়,শুধু চলা,
যাযাবর সম যাপন,
তবু, মনকে আপন লক্ষ্যের কথা বলা।
আজ এখানে, কাল ওখানে,
সময়ের রথে চড়ে অনন্ত যাত্রায় ভ্রমণ।
বাসার তাগিদে ঘুরি এ ঘর, ও ঘর,
লক্ষ্যকে ছুঁতে কেবলই করি পরিব্রাজন।
প্রতি স্থানে কিছু ফেলে আসা,
আবার কিছু নতুন চয়ন।
জীবন জুড়ে যাযাবরী যাত্রায়,
করি সবাই মাধুরীকেই আপন।।
আহা জীবন!