অনুগল্প: অপরাধ বোধ
অপরাধ বোধ
শিব মন্দিরের সামনে হাত জোর করে দাঁড়িয়ে। কিন্তু মন্দিরের গিয়ে বিগ্রহের সামনে দাঁড়াবার স্পর্ধা তার আর নেই।
অপরাধ বোধ তাকে কুরে কুরে খাচ্ছে।
যে শান্তির আশায় সে তার একমাত্র নির্বোধ অসহায় বোন সুনন্দাকে বিসর্জন দিয়েছে, কোথায় গেল সেই শান্তির দেবী?
উল্টে মহা পরাক্রমী পাপ আর উৎকণ্ঠার দেবী তাকে একেবারে গ্ৰাস করে ফেলেছে।
শিবায়নের স্ত্রী নবনীতা সুনন্দাকে কোনদিন সহ্য করতে পারিনি। এই
রকম হাবা গোবা নির্বোধ ননদকে সে গলগ্ৰহ ভেবে শুরু করেছিল আগ্নেয়গিরির লাভা উদগিরণ। যে গলিত লাভায় ক্রমাগত ঝলসে যাচ্ছিলো শিবায়ন। সেই কারণেই সে বোনকে সঙ্গে নিয়ে যায় স্টেশনে। তুলে দেয় রাতের ট্রেনে।
ট্রেনটা ছাড়ার সাথে সাথেই সে লক্ষ করেছে, জানালা দিয়ে হাত দুটো বার করে ভয়ার্ত বিকৃত মুখে লালা ঝড়াতে ঝড়াতে চিৎকার করে সুনন্দা বলতে চেয়েছিল–” দা–আ–দা–আ–আ——“।