কবিতা: মধ্যরাতের ব্যর্থ রোদ্দুর
আমি এক সুরম্য প্রাসাদে বাস করি,
সুশোভিত আলোকিত,
টবের মাটিতে ফুল,
দখিনা বাতাসে দোল খায়, হাসে।
কখনো সুরভি তাঁর ভেসে আসে
রাতের আঁধারে,
ঘুরতে ঘুরতে শেষে দেখি-
নিজেরই ঘরের দরজায়,
একাকীত্ব দাঁড়িয়ে আছে আমার পাহারায়।
ফিরে এসে দেরাজ খুলি,
খুঁজে খুঁজে বার করি
তোমাকে দেখার প্রথম বিকালের ছবি,
মুগ্ধ আলো ছড়িয়ে যায় ঘরে
তোলপাড় কল্লোল ওঠে রক্তের বিমূঢ় সাগরে
ভাসতে ভাসতে চলে যাই, দূর আরো দূর
আঁধারে বালুচর খুঁজে ব্যর্থ ফিরে আসে
মধ্যরাতের নরম রোদ্দুর।
নিজের ভিতরে ভেসে ভেসে, অবশেষে
রাতের গর্ভ থেকে নেমে আসে দিন,
পরে দেখি এ সমুদ্রও একা থাকে, সৈকতহীন।