কবিতা: আত্মার জেগে ওঠা
আত্মার জেগে ওঠা
দৃষ্টির ছায়াপথ বেয়ে
মেঘ গলে ফোটা হলে আকাশ মাটিতে নামে;
উদ্ভিদের ডগায় জাগে জীবনের কোলাহল
সূর্যালোকে হাসে হিমেলস্তূপ!
পাড় ভাঙা মাটির সাথে ভাসে কত কান্নার ঢেউ
কারো আসা যাওয়া নিয়ে
মহাকাল সমুদ্রের কোন মাথা ব্যথা নেই।
যারা ওপারে গেছে আর ফিরে আসেনি
তবু যেন মনে হয়
গাছ হবে বলে আত্মারা জেগে ওঠে ধূসর প্রান্তরে।
কারো রসদ শেষ হয়ে যায়
আর কারো বায়ুপথ রুদ্ধ হলে জ্বালানি উৎবৃত্ত থাকে ;
হর্ষচিত্তে যারা সাদরে গ্রহণ করেছিল একদিন
বাতি নিভে গেলে,
ছলছল চোখ মুছে দেখবে হয়তো ছায়াপথে
বৃষ্টির ফোটা হয়ে আত্মারা পুনরায় পৃথিবীতে নামে।
অশেষ ধন্যবাদ,সম্পাদক শ্রীণ্বন্তু