কবিতা: ঘর
তোমার আমার একটা ঘর হউক
খুব ইচ্ছে ছিল,
একটা ঘর তোমার – আমার
আধখানা চাঁদ
চিলতে বারান্দায় রাতভর দরবার।।
সন্ধ্যে হলেই, তুমি আমি
চায়ের কাপে, সুখ খুঁজে
বেলী জড়াই ঐ খোঁপাতে।
একটা বড়ো স্বপ্ন ছিল, রাত – বিরাতে
খোলামাঠে,
হাতের মুঠোয় তোমার হাত
এলো চুল কপাল জুড়ে
আমার কাঁধে তোমার মাথা।
জল নূপুরে, তোলে সুর
রাত ডুববে তোমার মায়ায়।
একটা দুপুর ক্লান্ত ভীষন,
তোমার কোলে শান্তি খোঁজা।
একটুখানি তুমি- আমি
তোমার মাঝেই বেঁচে থাকি।
একটা বড়ো স্বপ্ন ছিল, তুমি আমি
একলা ভীষন,
মাঝরাত্তিরে জেগে থাকা।
সকাল বেলা স্নান সেরে
তোমার গন্ধে মেতে থাকা।
একটা ঘরের স্বপ্নে এ মন
হন্নে হয়ে ছুটতে থাকা।
বুকের ভেতর উদাস কষ্ট,
এই তোমাকে না পাওয়া।
জানো বড়ো ইচ্ছে ছিল,
একটা ঘরে সুখ পাতা।