কবি: র ত্না দা শ গু প্ত
আগুন মিছিল
জমছে খেলা শহর নগর !
সুখের খেলা সখের খেলা
রাতের নাগর দিনের নাগর !
পছন্দ সেই মেয়েটা ডাগর ,
ফোটা গোলাপ ফোটা টপর।
বাদশাহী খেয়াল খামখেয়ালী !
এ ঘর খালি ও ঘর খালি ,
নিত্যনতুন হরিয়ালি……
ভরা সভায় আজও দুর্যোধন
ধর্ষিতা বারংবার আজো পাঞ্চালি।
ও মেয়ে এখনো তুই ইতস্তত , ঘণ্টা বাধার !
উঠবে কবে ছুটবে কবে বিবেক তোমার ?
হুঙ্কারে আর হুঙ্কারে !
টংকারে আর ঝংকারে!
জাগবে কবে লক্ষ্মীবাঈ!
বিকল্প আর উপায় নাই।