কবিতা: অসমাপ্ত কুরুক্ষেত্র
কবি: খুকু ভূঞ্যা
অসমাপ্ত কুরুক্ষেত্র
এই পোড়া দুপুরে কোকিল ডাকছে
মাঠের দিক থেকে ধেয়ে আসা লু যতটা ঝলসে দেবে ভেবেছিল
নত হয়ে গেল রাধাচূড়ার পায়ে
উঠোন ভর্তি ধান চাঁই
বুকের শ্বাসকষ্ট অনুভব করতে করতে যেই ভেবেছি বল হরি হরি বল
পাতা নড়ছে তুমুল
কালবৈশাখী হোক ক্ষতি নেই
কৃষ্ণবর্ণ হৃদয় নিয়ে যারা চিৎকার করছে সমতা নিরাপত্তার
তাদের মাথায় হোক বজ্রপাত
লাশে লাশে লাঠালাঠি হতে হতে আমরা পেরিয়ে যাব অসমাপ্ত কুরুক্ষেত্র