একটা মানুষ পথ চেনাবে বলে ডাক দিয়েছে কোন সে সকালবেলা
আলোর দেশে চরৈবেতি গানে ভুলতে হবে সকল ছেলেখেলা
একটা মানুষ সরলরেখাগামী,দাঁড়িয়ে আছে ধূসর পথের বাঁকে
দ্বিধার কাঁটায় দীর্ণ পথিক পেলেই আদর করে নিবিড় কাছে ডাকে
একটা মানুষ মানুষ ভালোবেসে চৈত্র-রোদে প্রবীণ বৃক্ষ বট
রাম -রহিমে তফাৎ আছে নাকি! মিথ্যে রটায় রাজার ধর্ম ঘট
আমরা আছি আলোর আলোলিকা তোমার পাশে প্রেমে ও সন্ত্রাসে
অন্ধ দেশেও রাতের কালো চিরে দিনবদলের সূর্য-সোনা হাসে —
আমরা সর্বদাই আছি প্রেমের বানীর সাথে। সুর্যের সোনাঝরা হাসি সর্বদা ঝরে পড়ুক। খুব ভালো