আমির উল হক
একটি মেয়ে হারিয়েছিল পিতৃপুরুষ
একটি মেয়ে হারিয়েছিল সপ্ত বিকেল,
সেই মেয়েটি কুড়িয়েছিল —
সাতনরি হার কুঞ্জবনে।
সেই মেয়েটির ঝাউয়ের পাতা
ঘুমিয়ে পড়া উড়ালপুলে,
শ্যামবাজারের পাঁচ মাথাতে
সেই মেয়েটি দাঁড়িয়ে থাকে।
বি টি রোডের ট্রাফিক জ্যামে
হাজার হাজার গাড়ির সারি
সেই মেয়েটির পলক পড়ে
‘কেমন আছিস’? হঠাৎ ডাকে
সেই মেয়েটি ট্রাফিক জ্যামে
হারিয়ে ফেলে জীবন ধারা,
অন্য গতির অন্য জীবন ফ্লোরেন্স হয়ে
হাতের স্টেথোয় – গলার মালা
অন্য জীবন অন্য ধারা
অন্য রকম জীবন ধারা।।
বাহ্!
ওহঃ!অসাধারণ!