কবিতা: করুণ সময়
করুণ সময়
শিক্ষা হয়ে গেছে ভিক্ষা
চিকিৎসা হয়ে গেছে মস্ত বড়ো ব্যবসা।
এমনই যদি চলতে থাকে সর্বদা
কার উপরে আমরা করব ভরসা!
প্রেম নীল সেখানেও তো সর্বক্ষণ শুধুই সন্দেহ?
ভাই-ভাই শুধুই করে সম্পদ নিয়ে দ্বন্দ্ব ।
দোস্ত আর আত্মীয় অর্থেই সিদ্ধ ।
সর্বদিকে আজকাল পাওয়া যায় শুধুই ষড়যন্ত্র আর স্বার্থের গন্ধ।
যেভাবে পারছে শাসক করছে শাসন
মরছে গরীব হচ্ছে স্বাধীনতার লুন্ঠন ।
নীরবে আর নিভৃতে হারিয়ে যাচ্ছে কত জীবন
তুমি কি দেখনা প্রভু মোদের করুণ ক্রন্দন!
মানুষের জীবন আজ পরম করুণ
পারছেনা আর তা সইতে।
তাইতো মানুষ দিক-বিদিক ঘুরছে হয়ে দিশেহারা
ফিরছে অবশেষে শূন্য হাতে ।
তবুও বিশ্বাসের ঘন কালো প্রাচীরে যেন মানুষ বন্দী
হয়তো পৃথিবী আবার শান্ত হবে।
কোনো দেবদূতের আগমনে কেটে যাবে সমস্ত আঁধার।
একে অপরের সময় অসময়ে ভরসার কাঁধ হবে।