কবিতা: জৈষ্ঠ্যের ঝড়
জৈষ্ঠ্যের ঝড়
অনটন গলার মালা
ক্ষুধার সাইক্লোন পেটে
মুয়াজ্জিন আজান
ছেড়ে রুটির দোকানে!
ধর্মরাজের আরশ
থেকে সাবাড় করে
পূজার প্রসাদ।
আসুক না হাবিয়া দোজখ!
পুষ্টি বিপ্লবই উড়াবে
মানবতার বিজয় নিশান!
গোপন প্রিয়ার চাউনি
চপলতার ছায়ানটে
খুলে দেবে খোঁপার বাঁধন।
অভিমান
দুর্বার গতিতে বিধবার কোলে মুখ লুকাবে
অরফিয়াসরা বাজাবে মোহন বাঁশি
গঙ্গোত্রীর সুশীতল ঝরনার নিচে।
ইহকাল পরকালে বইবে
সুরের মূর্ছনা।
রাজটিকা পরিহিত
প্রিয় নটরাজ
বোররাকে চড়ে
কান্ডারী সেজে বারবার আসবে জৈষ্ঠের ঝড়ে।