অসীম আচার্য
বুদ্ধ
চেয়েছি বাগান ভ’রে ফুলেদের কারসাজি
হরেক কুসুমে রেখে অপরূপ রূপে সাজি।
আলোকে আলোক দিয়ে প্রজাপ্রতি ভ্রমরে
গুঞ্জনে মেলে দেয় অজ্ঞাত প্রাণ ভরে।
নাচিয়ে নাচিয়ে যায় সুষমার শুকতারা
আনত চোখের মণি মন প্রাণ সব হারা।
আমিও আমাতে নেই মন যেন পথ হারা
কোথায় লুকাই আজি? গ্রহদের সাথে তারা।
বাগানের সুন্দরে প্রতিবারই, হয়ে যাই মুগ্ধ
আমার সময়ে আমি ভাবি আপামর শুদ্ধ।
সব জ্বালা ছিল সেই দিন ছিল রেখে রূদ্ধ
আজিকে সবার মাঝে সেই এনে দিল বুদ্ধ।