কবিতা: শূন্য মফস্বল
শূন্য মফস্বল
রোদ পড়ে গেল
থেমে থেমে আসে ঠান্ডা বাতাস
আকাশে ফিঙেদের দল
সবুজ ঘাসের বিস্তৃর্ণ মাঠের পরে
মহুয়া ফুল ফুটেছে
বালকেরা ফুটবল মাড়িয়ে চক্রাকারে আবর্তিত
কৃষ্ণচূড়া ডাল গুলো একটু একটু করে শূন্যের দিকে হাত বাড়িয়ে চলেছে।
ডালের উপরে নিচে কৃষ্ণচূড়া ফুল
কেমন যেন জীবন নদী
বাঁক নিল নিরবধি
বাতায়নে চোখ রেখে দেখি
একটা বুলবুলি শূন্যে উড়ে
গোটা মফস্বলে মিছিল
সাজ সাজ রব
অলিগলিতে নির্জনতার কলরব
কেউ নেই…..