কবিতা: ভাল লাগার কবিতা
ভাল লাগার কবিতা
আমি যখন ভাললাগার কবিতা পড়ি, এক গাছ জন্ম নেয়।
বোধের ভিতর নিজেকে দেখি।
কেমন করে বৃক্ষবৎ দাঁড়িয়েছে আশ্রয়।
নিজেকেই কথাবলি, নিজের জলছায়ায় দাঁড়িয়ে থাকি।
খাবার খাই, ঘুমের মধ্যেও খুঁজতে থাকি অবলম্বন।
কবিতার ভিতরে কার বিরাট মন, আকাশের মতো।
জলটুঙ্গির মতো বাহিত নদী।
জাফরির বুনটের ভিতর সাদা কালো নির্ভার মেঘ।
আসলে বুকের যন্ত্রণাটার উপশম।
ব্যাথার ধারে ছড়িয়ে পড়ে আলো।
বর্ণময় চাঁদ। আমি এই আলোময় তাপে সেঁকে নিই উদ্ভিন্ন মন। ঋদ্ধ হই। রসুই খানায় নিয়ে যাই নিজেকে।অরন্ধনের জন্য রবিবার বন্ধ থাকলেও।
জন্মান্তরে ফিরি।
একটা অশ্বত্থ গাছের নিচে পরস্পর আলাপ সেরে নিই।