কবিতা: কাঁচের কালো স্তূপ
এতো উদারতা, এসব কুমতলব,বাজি খেলা
তাঁরও অত্যুষ্ণ ইচ্ছেরা শুকিয়ে মরে
হলুদ পাতার বুকে জেগে ওঠে
মৃত্যুঞ্জয়ী সুধা গান
এতো তো শুধুই অপমান
ঝলসানো মানাভিমানের কচিপাতা পোড়া
একটা আশ্চর্য শক্তিকে খুন করা
এক নির্ভর আশ্রয় ধুলিসাৎ করা
কে কে আছেন সেই ঘরে, অঘোরে অধরা?
সাদা মনে কাদা মেখে কলম নাচায়
তাঁরা কি কখনও সত্যকে খুঁজে পায় ?
অবজ্ঞা আর কুৎসিত দৃষ্টি গোপন আঁধারে
পদ্মলোচন ঠিক জেগে ওঠে জ্যৈষ্ঠের ঝড়ে