কবিতা: প্রশ্ন
প্রদীপ মাশ্চরক
তুমি আমাকে তোমার হৃদয় দিলে কি করে-
তোমার তো হৃদয় নেই!
আমার সাথে এতটা পথ হেঁটে এলে কি করে-
তোমার তো পা নেই!
আমাকে তুমি বুকে জড়িয়ে ধরলে কি করে-
তোমার তো শরীর নেই!
আমার ঠোঁটে তোমার উষ্ণ ঠোঁট রাখলে কি করে-
তোমার তো মুখ নেই!
কেউ-না হয়ে তুমি আমায় এত ভালবাসলে কি করে-
তুমি তো আসলে কেউ নয়!