ভৈরবী সুর মেখে দৃপ্ত পাখিটা
এইমাত্র ঘুরে গেল আমার পাড়াতে
আমি বিনম্র শুয়ে থাকি
প্রিয়সখি কবিতার সাথে
অগাধ নদীতে স্বপ্ন এঁকে
যে ঢেউগুলি সরে সরে যায়
সে সব দেখে শুনে
কী করে আনমনা থাকা যায়?
যুবতীর ওড়নায় ছুঁয়ে গেল মৌমাছির লতানো দিন-রাত
উড়ন্ত ঘুড়িটা সারাগায়ে মেখেনিল
বিকেলের অস্তরাগ।
ঘাসের সুঘ্রানে তন্ময় মাটি ভেসে গেল সবুজের ডাকে।সময় এ গলি ও গলি হয়ে কখন গলে গেল আঙুলের ফাঁকে।
উজ্জ্বলতার অহঙ্কারে অগ্নিগর্ভ তারারা
সুদূরে হারিয়ে যায় ছোট মন নিয়ে।
এগুলিই লেখা থাকে প্রকৃতি ও জীবনে
আমি সেগুলিই পাঠ করি নম্র বিনয়ে।