মোরা এসেছি জনে জনে, গন্তব্য নিশ্চিৎ ভিন্ন — সত্যি।
পথে পথে ভিন্ন স্বাদ, ভিন্ন জীবন সমাজ-জ্যামিতি।
প্রতিটি চেহারা একই আঁধারে লুকিয়ে,
ভিন্ন ভিন্ন মেঘে রঙ চমকে — একই সূর্য ওঠে।
কোমল কান্তার বৃত্তে গুপ্ত আর্তনাদ নিত্যন,
শর্বরীর সৌন্দর্য বিষক্রিয়ায় —
বৈচিত্র্যের মাঝে মুখোমুখি মিলন ।
ছিল যত সব রঙ, দেহে তাঁর মেলা;
হৃদয়ে উঠে উৎসব, বাজে নির্ঝর লীলা।
প্রজাপতির হাওয়ায় ঝরা,
প্রেমের অমর শিল্পীর যত বয়ান।
আজও কিঞ্চিৎ খোঁজে প্রণয়,
স্পর্শে-মাধুর্যে প্রতিদিনের নতুন অধ্যায়।
ঝোপের ছায়ায় আড়াআড়ি পাখির গান,
ডোবায় ভাসা পুষ্পের সুঘ্রাণ।
বুকে নিয়ে ভিন্ন স্বাদের আশা,
বেদনা ভরা নিয়ে হাসি তবুও ভালোবাসা ।
হারানো ভুলে শেখা, হারানো ব্যাথা।
কান্না-হাসি’র গানে আবর্জনা,
যেন মেঘের গতি সবুজের সীমানা।।