কবিতা: কচুরিপানা
আসেম মুবাশশির আলম
কবিতা: কচুরিপানা
তুমি খুন করেছো তোমার মর্যাদার ভূষণ,
রুখতে পারনি সভ্যতার দম আটকানো দূষণ
বুকে ধরে আছো স্বাধীনতার জীর্ণ বিবর্তিত রূপ,
কঙ্কালসার আদর্শে জ্বালাও আমিত্বের গাঢ় ধূপ।
দিন শেষে তুমি হতাশায় কাঁদো হারিয়ে ফেলে সব,
রাতের আঁধারে হায়েনারা হেসে করে যায় উৎসব।
তুমি হারিয়ে ফেলেছ তোমার চিরায়ত আভিজাত্য,
হতে পারনি রাজপুত বীর নীতি কথাকে ভাব ব্রাত্য।
ভোগবাদী মনের কাপুরুষতা কি দিয়ে বল ঢাকবে,
তুমি উড়নচণ্ডী তবু সবাই সুশীল বলেই জানবে।
ভেতরে নষ্টামির নামতা পড়ে সাধু যেন ভাবখানা,
গড্ডালিকাতে ভেসে যায় যারা তারা তো সভ্যতার কচুরিপানা।।