হোক না এবার বিক্ষোভ
জাগোরে দেশ বাসি
সত্যের পক্ষে লড়তে হবে
আমরা যেন এক থাকি
আর কত দিন লড়াবে এরা হিন্দু মুসলমান
দেশটা কি শুধু নেতাদের
এরা কবে জানবে এটা সকলের হিন্দুস্থান।
মরতে হলে মরবো এবার সত্যের পথে থেকে
তবু্ও এবার লড়বো না আমরা নেতাদের মত দেখে।
সেই সব বিপ্লবীদের জানাই আমি সালাম
যারা শুধু দেশকে ভালোবেসে করেছিলো স্বাধীন
এই কলম দিয়ে আজ সকল কে শ্রদ্ধা জানালাম।
দেশ হয়েছে স্বাধীন কিন্তু আজও আমরা পরাধীন,
যে দেশ মেয়েদেরদেয় না নিরাপত্তা রোজ হয় ধর্ষন,
নেতারা তুলছে পতাকা আর করছে যে শোষন।
রোজ হচ্ছে ধর্ষন শিশু থেকে যুবতী, রাত হোক বা দিন
দেশ হয়েছে স্বাধীন কিন্তু আজও আমরা পরাধীন।
অন্যায়ের বিরুদ্ধে মুখ খুললে, তোমার হবে যে ফাঁসি,
এটাই কি সেই স্বাধীনতা, যেটা চেয়েছিলো দেশবাসি।
অমানুষ দের অত্যাচার বেড়েই চলেছে দিন দিন,
দেশ ঠিকই হয়েছে স্বাধীন কিন্তু আজও আমরা পরাধীন।