একটা নিরীহ আলো কাঁপছে নির্জন
সেতু উঠে স্বপ্নঘরে
দূরে একটা দূরবীন
বৃষ্টিতে ভিজছে একঝাঁক প্রজাপতি
বিম্বু থেকে বিস্ফোরণ হচ্ছে একটা আকাশ কতটা দেওলিয়া হলে তারা খসে পড়ে
প্রেতাত্মার লজ্জা জৌলুস সন্ন্যাসীয়ানা চেয়ারের পোকা আর নৃত্যঘরের ফুল
এ এক বিস্মিত রোদ
বৃষ্টি হচ্ছে ভিজে যাক সব সমুদ্র ফিরিয়ে দিক পাহাড় জলের প্রতিশ্রুতি সবুজ
শরতে মেয়ের দুগ্গার
মৃত শহর কলকাতা ফিনকি দিয়ে ছুটছে রক্ত এক মুমূর্ষ রোগী
সিঁড়ি দাঁড়িয়ে
বেহুলা ভেলা বাঁধুক
রাতের আকাশ
ছিঁড়ে ফেলো ভোটার তালিকা অনেক সহ্য করেছি নকল প্রেমের ধকল
আমার পাতে যত এঁটো
শেষ নিঃশ্বাস বিকেলের মাঠে ফাগুন বাতাসের