কবিতা : ছাঁদনাতলায় প্রেম মরে যায়।। আমির উল হক।। কলকাতা - শৃণ্বন্তু কবিতা : ছাঁদনাতলায় প্রেম মরে যায়।। আমির উল হক।। কলকাতা - শৃণ্বন্তু
বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০:৪১ অপরাহ্ন

কবিতা : ছাঁদনাতলায় প্রেম মরে যায়।। আমির উল হক।। কলকাতা

আপডেট করা হয়েছে : শুক্রবার, ৩১ মে, ২০২৪, ১০:০৪ পূর্বাহ্ন

কবিতা : ছাঁদনাতলায় প্রেম মরে যায় 
 আমির উল হক 
।।ছাঁদনাতলায় প্রেম মরে যায়।
জল জোছনায় হৃদয় ভাসে 
  হিমেল পরশ শীতের রাতে , 
    ছাঁদনাতলায় প্রেম মরে যায় 
      ফাগুন বেলার আগুন মাসে। 
পিঠের উপর আলতো পরশ
  দেয় জোড়া ঠোঁট, 
     চুলের বেনীর বাঁধন যখন উছলে পড়ে 
        পাতা ঝরার বিকেল বেলায় । 
মাঠ কিশোরী উদাস মনে 
  শিমুলতলায় চাঁদ কে খোঁজে, 
     আকাশ পানে — হাত নেড়ে কয় 
        আসবে কোলে ? 
বাঁশবাগানের কঞ্চি ভাঙা 
   মাছের ছিপে, চার লাগালেও 
      দেয়না ধরা জলজ প্রাণী —
         রুই,কাতলা, মৃগেল বোয়াল । 
জল জোছনায় হৃদয় নদীর 
     নিথর জলে 
 ছাঁদনাতলার চাঁদ ডুবে যায় 
     দু পাড় ঢেকে । 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগ থেকে আরোও
Theme Created By FlintDeOrient.Com
error: Content is protected !!
error: Content is protected !!