কবিতা : ছাঁদনাতলায় প্রেম মরে যায়
আমির উল হক
।।ছাঁদনাতলায় প্রেম মরে যায়।।
জল জোছনায় হৃদয় ভাসে
হিমেল পরশ শীতের রাতে ,
ছাঁদনাতলায় প্রেম মরে যায়
ফাগুন বেলার আগুন মাসে।
পিঠের উপর আলতো পরশ
দেয় জোড়া ঠোঁট,
চুলের বেনীর বাঁধন যখন উছলে পড়ে
পাতা ঝরার বিকেল বেলায় ।
মাঠ কিশোরী উদাস মনে
শিমুলতলায় চাঁদ কে খোঁজে,
আকাশ পানে — হাত নেড়ে কয়
আসবে কোলে ?
বাঁশবাগানের কঞ্চি ভাঙা
মাছের ছিপে, চার লাগালেও
দেয়না ধরা জলজ প্রাণী —
রুই,কাতলা, মৃগেল বোয়াল ।
জল জোছনায় হৃদয় নদীর
নিথর জলে
ছাঁদনাতলার চাঁদ ডুবে যায়
দু পাড় ঢেকে ।