আমাদের সিঁড়িঘরে
চিত্রনাট্যের শেষ অধ্যায়ের
প্রথম দৃশ্যখানি অবেহেলায়
জমে ধুলাবালি
পুরাতন বলতে গ্রামোফোন
সংসার মানে এক আকাশ
অনেক পাখি
প্রতিদিনের ভাঙচুর
একা হওয়ার গল্প
উপহার দিয়ে ছিলেন মাকে
শরীর বর্ষার মাঠ হলে
সময়ের দূরচোখে হৃদয় অস্পষ্ট হলে
মন সাদা কালো দাগ হলেই
মা শুনতেন রবিঠাকুর