কবি রণজিৎ কুমার মুখোপাধ্যায় -এর কবিতা: - শৃণ্বন্তু কবি রণজিৎ কুমার মুখোপাধ্যায় -এর কবিতা: - শৃণ্বন্তু
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:১৩ পূর্বাহ্ন

কবি রণজিৎ কুমার মুখোপাধ্যায় -এর কবিতা:

আপডেট করা হয়েছে : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪, ৭:৩১ পূর্বাহ্ন
কবি রণজিৎ কুমার মুখোপাধ্যায় -এর কবিতা:

মূল্যবোধের সমীকরণ

রণজিৎ কুমার মুখোপাধ্যায়

বালিকার বদনে ব্যঙ্গের হাসি ।
সামনের সারিতে বক ধার্মিকদের আসন ,
লুলে ল্যাংড়া হারগিলেরা মায়ের কথা ভাবে
কিন্তু এরা—–!!

জয় হোক ,জয় হোক
অন্ধকার প্রিয় রক্তচোষা মশাগুলোর ।
কেউ এদের একটি চুল ও ছিঁড়তে পারেনি,
বরং মাথা নত করে দেয়ালে পিঠ ঠেকার
অবস্থাটা ধীরে ধীরে রপ্ত করছে ।
বিস্ময়ে ক্যামেরাম্যান বিষ মুখে
ওদের ছবি তুলে প্রতিদিন খবরের কাগজে
পাঠিয়ে অর্থ উপার্জন করে ।

সেটা জিভ দিয়ে চেটে নেয় আপাদমস্তক ওই
মশাগুলো । বালিকার মুখে হাসিটি তখন
প্রস্ফুটিত গোলাপ।
তবু কেউ মূল্য দেয় না,
মূল্যবোধের সমীকরণটা আজ
গিলে খেয়েছে ঋণদাতা মহাজন ।
বালিকাটি কাঁদে মায়ের নির্মল হাসি দেখার জন্য ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগ থেকে আরোও
Theme Created By FlintDeOrient.Com
error: Content is protected !!
error: Content is protected !!