কবিতা: মরু-কবর
মরু-কবর
এ নদীর দিকে আর তাকায় না কেউ;
ওর তীরে ঝুলে থাকা পিঠুলী গাছের ডালে
কোন মাছরাঙা এসে বসে না কো আর
আসে না কো কোন বক অথবা পানকৌড়ি
ভুল করে আসে না কো কোন জেলে
বুক থেকে উঠে না কো আর চনমনে সুর।
একদিন এ বুকেই ছিল রুপোলি আগুন
ছিল উচ্ছ্বল ঢেউয়েল যৌবন
নীল নয়নার মতো রহস্য অতল
বাঁধভাঙা স্রোতে মানে নি কোন আইন
পালন করেছে উৎসৃঙ্খল জীবন।
আর আজ তিলেতিলে রচিত হচ্ছে
তার ধূসর মরু-কবর।