কবিতা: প্রেম।। সঞ্জয় ঘোষাল।। কলকাতা - শৃণ্বন্তু কবিতা: প্রেম।। সঞ্জয় ঘোষাল।। কলকাতা - শৃণ্বন্তু
বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০:৩২ অপরাহ্ন

কবিতা: প্রেম।। সঞ্জয় ঘোষাল।। কলকাতা

আপডেট করা হয়েছে : শুক্রবার, ৩১ মে, ২০২৪, ৮:০৫ অপরাহ্ন

কবিতা: প্রেম 

সঞ্জয় ঘোষাল

প্রেম

নিকোটিনের শেষ কুণ্ডলীর ধোঁয়ায় – এক ফুৎকারে উড়িয়ে দেব সামাজিক বিড়ম্বনাগুলোকে।

বিসর্জন হোক সমাজের জাতপাতের  মেকি মুখোশগুলো ।

অনিন্দ্যসুন্দর ধারায় বর্ষিত হোক  প্রাণোচ্ছল জীবনের উন্মাদনা ।

ঠিক তখনি আমি প্রেমে পড়বো-

শিঞ্জিনীর অনুরণনের মূর্ছনায় ভরে উঠবে পৃথিবীর নির্মল বাতাস ।

একবুক অভিমান মুছে যাবে অনুরাগের শীতল স্পর্শে ।

কমবে পরাধীনতার শিকলে অবরুদ্ধ তীব্র একাকিত্বের ব্যবধান।

ঠিক তখনি আমি প্রেমে পড়বো-

তোমার ভালোলাগা না ভালোলাগার  খুনসুটিতে মেতে উঠবো আমরা।

তুমি বলবে পাহাড় ভালো লাগে – আমি  বলবো সমুদ্র ।

পড়ন্ত সূর্যের ইন্দ্রধনুর রক্তিম আভায়  অবগুণ্ঠন হবে স্বতন্ত্র ।

ভালোলাগার আত্মসমর্পণে বিভাবরী হবে মৌন অভিসারের প্রহরী।

ঠিক তখনি আমি প্রেমে পড়বো-

শহরের নিয়ন আলোয় দৃশ্যমান উঁচু উঁচু  ইট,ইস্পাতের অট্টালিকা ছেড়ে বিদায়  নেবো আমরা-

হারিয়ে যাবো গহন অরণ্যে- হবে  জোনাকির সাথে মিত্রতা, প্রজাপতির সাথে  সৌহার্দ্য বিনিময়-

চাঁদের মায়াবী জ্যোৎস্নায় দুই শরীরের  ছায়া মিশে যাবে গভীর অনুভবে ।

ঠিক তখনি আমি প্রেমে পড়বো-

আমি নদী হয়ে বয়ে যাবো অববাহিকার  পথে এঁকে বেঁকে –

তুমি উদ্দাম অনাবিল ঝর্ণা হয়ে ঝরে  পড়বে আমার বুকে –

এক অচেনা নিবিড় পূর্ণতায় গভীর  প্রেম মোহে তৃপ্ত হবে আমাদের তৃষ্ণা –

পূর্ণতা পাবে প্রণয় – ঠিক তখনি আমি  প্রেমে পড়বো- প্রগাঢ় প্রেমে !!!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগ থেকে আরোও
Theme Created By FlintDeOrient.Com
error: Content is protected !!
error: Content is protected !!