কবিতা: কলমের শিরচ্ছেদ।। ওয়াহেদ মির্জা।। কসবা পটাশপুর।। পূর্ব মেদিনীপুর - শৃণ্বন্তু কবিতা: কলমের শিরচ্ছেদ।। ওয়াহেদ মির্জা।। কসবা পটাশপুর।। পূর্ব মেদিনীপুর - শৃণ্বন্তু
বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০:৩৪ অপরাহ্ন

কবিতা: কলমের শিরচ্ছেদ।। ওয়াহেদ মির্জা।। কসবা পটাশপুর।। পূর্ব মেদিনীপুর

আপডেট করা হয়েছে : শুক্রবার, ৩১ মে, ২০২৪, ৮:২৯ অপরাহ্ন

কবিতা: কলমের শিরচ্ছেদ

ওয়াহেদ মির্জা

কলমের শিরচ্ছেদ

রাষ্ট্র আমার কলমকে নোটিশ পাঠিয়েছে,
তোমার কলম আমাকে খোঁচা দিচ্ছে,
নাগরিকদের প্রতি বৈষম্য নিয়ে৷
আমার চরিত্র লিখে দিচ্ছে,
বামনের দেশে মহাকায় গণতান্ত্রিক৷
আমি কলমজীবীদের বন্দী রেখেছি,
নাগরিককে মুদ্রাস্ফীতি নিয়ে সচেতন করছে বলে৷
হঠাৎ আমার কলম জবাব পাঠালো!
আমরা সবাই পৃথিবীতে স্বাধীন ছিলাম
কিন্তু রাষ্ট্র আজ শেকল পরিয়েছে,
রাষ্ট্র স্বাভিমানে জোরে আঘাত লাগলো
রাষ্ট্র পোষিত দল পাঠালো,
আমার কলম কে জঞ্জিরে বাঁধল৷
তার পর জেলের মধ্যে ফেলে দেওয়া হল৷
কোন একটি গভীর রাতে সুপ্রিমকোর্ট রায় দিল-
শুক্রবার ভোর 5টায় কলমের ফাঁসি ,
যেন কলমের শিরচ্ছেদ৷
হঠাৎ আমার ঘুম ভেঙ্গে যায়৷
কলম খুঁজতে থাকি ৷
দেখি কলম আমার স্বপ্ন লিখে রেখেছে৷
রাষ্ট্রের পতাকায়৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগ থেকে আরোও
Theme Created By FlintDeOrient.Com
error: Content is protected !!
error: Content is protected !!